একদম নতুন কাউকে হায়ার করতে চাইলে সবাই পরিশ্রমী শ্রমিককে হায়ার করে, ননীর পুতুলকে কেউ হায়ার করেনা। কারণ ফলাফল আগে দিয়েই কল্পনা করা যায়।
একটু পরিশ্রমী শ্রমিক এবং ননীর পুতুলদের পরিচয় চিনিয়ে দিচ্ছিঃ
◘◘পরিশ্রমী শ্রমিকঃ সে কাজ পাওয়ার জন্য অনেক অনেক পিছনে ঘুরে, নিয়মিত রিকোয়েস্ট করে।
ননীর পুতুলঃ একবার রিকোয়েস্ট করেই বসে থাকে, আর ভাবতে থাকে, আমিতো সাত আসমানের চাঁদ, আমাকেইতো কাজ দিবে। আরেকবার রিকোয়েস্ট করলেতো আমার ভাব কমে যাবে। বরং যে কাজ দিবে, সেই আমাকে কাজের জন্য অনুরোধ করবে।
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ যে যেকোন ধরনের পেইড কিংবা নন পেইড কাজ হলেও সেটাকে সময় মত ডেলিভারি করে এবং প্রমাণ করার চেস্টা করে যাতে তার উপর আস্থা রাখা যায়।
ননীর পুতুলঃ যেকোন কাজ দিবেন, তার দুনিয়ার সকল কিছু সকল সমস্যা সমাধানের পর যদি তার মন বা শরীর সম্মতি দেয়, তবেই কাজটা কমপ্লিট করে। তারা নিজেকে ভাবে দুনিয়ার সেরা রত্ন। সুতরাং প্রমান করার প্রশ্ন কেন আসবে?
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ তারা কোন কাজ কমপ্লিট করতে না পারার জন্য অজুহাত দেয়না। ব্যস্ততা থাকলেও তারা সেদিনের সুখের ঘুমকে ত্যাগ করে কাজ কমপ্লিট করবে। কারন ডে বিলিভ কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।
ননীর পুতুলঃ ২-৩ টা পরীক্ষামূলকভাবে কাজ দিয়ে দেখতে পারেন। কত রকমের অজুহাতের সাথে যে আপনি পরিচিত হবেন, সেটাতে বিরক্ত না হয়ে ইনজয় করতে পারেন। জীবনে বিনোদনেরও দরকার আছে ভাই। টেক ইট ইজি।
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ এরা কাজ জানেনা, কাজ শিখতে চায়। আর সেকারনে কাজ শিখার সুযোগগুলো তারা ফিন্যান্সিয়াললি সেক্রিফাইস করে হলেও করার চেস্টা করে। কারন তারা খুব ভালভাবে জানে, কাজ শিখতে টাকা পে করতে হয়। কাজ শিখানোর বিনিময়ে কেউ টাকা দিবেনা।
ননীর পুতুলঃ সেতো নিজেকে সাত রাজার ধন মনে করে। সুতরাং সে কাজ না জানলেও তাকে সেই কাজটি করাতে দরদাম শুরু করে দিবে। তাকে কাজ শিখাবেন, এটা আপনার অপরাধ। আর আপনার এ অপরাধের শাস্তি হিসেবে তাকে টাকা পে করবেন।
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ এরা কাজের ব্যস্ততা পেলে ঘুমানোর সুযোগ পায়না। কিন্তু এরপরও সেটা আপনার সামনে উপস্থাপন করবেনা।
ননীর পুতুলঃ এদের আবার প্রতিদিন রাত ১২টা হতে সকাল ১০টা পযন্ত না ঘুমালে তাদের অনেক শরীর খারাপ করে। ব্যাপারটাতে বুঝতে হবে। এত প্রেসার দিলে কি হয়? আপনি অনেক পচা। ঘুমের বিষয়টাও সেক্রিফাইস করেন না।
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ এরা তার কাজের জন্য বস অথবা সিনিয়রদের কাছ থেকে শাষন শুনতে কিংবা জবাবদিহী করতে হলে সেটাতে কষ্ট পায়না। বসের উপর রাগ না করে নিজেকেই অপরাধী ভেবে লজ্জিত হয়।
ননীর পুতুলঃ উনিতো সাত আসমানের একটা চাঁদ। উনাকে কিছু বলবেন? বলেই দেখেন, খবর আছে। এরপর আপনি এরকম একটা রত্নকে হারাবেন। সে জব ছেড়ে চলে যাবে।
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ কাজ করতে গিয়ে নির্ধারিত সময়ের চাইতেও বেশি সময় অফিসে দিয়ে কাজটি সম্পন্ন করে, আর নিজেকে দক্ষতা বৃদ্ধি করে।
ননীর পুতুলঃ উনারা দেশ সেরা রত্ন। সময়ের চাইতে বেশি তাকে খাটাতে হলে অতিরিক্ত পেমেন্টতো করতেই হবে। বেটা রত্নের মূল্য দিবেননা?
◘◘ পরিশ্রমী শ্রমিকঃ উনাকে যেকোন কাজ দিলেই সেটা করে দিতে রাজি থাকে।
ননীর পুতুলঃ উনাকে যে কাজের জন্য নিয়েছেন, এর বাইরে কিছু করতে দিলে তাদের ইগোতে সমস্যা লাগে। যতই হোক, উনার লেভেলতো আপনাকে বুঝতে হবে।
আপনি কি পরিশ্রমী শ্রমিক নাকি ননীর পুতুল? ননীর পুতুল হয়ে থাকলে আপনাকে হায়ার করার মত সামর্থ খুব লোকের আছে। আর সেজন্য আপনাকে বেকার থাকতে হচ্ছে। আপনার জন্য জব কিংবা ফ্রিল্যান্সিং কোনটাই না। বড়লোক দেখে বিয়ে করে ফেলেন। মেয়ে হলে জামাইয়ের টাকাতে চলবেন। আর ছেলে হলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবেন।
আর পরিশ্রমী শ্রমিকরাতো বোকা। অন্যের (বাবা, কিংবা হাজব্যন্ড কিংবা অন্য যে কেউ) টাকা দিয়ে চলতে তাদের ইগোতে লাগে। তারা কাজকে ভালবেসে বন্ধুদের সাথে আড্ডা, পারিবারিক প্রোগ্রামসহ অনেক মজার বিনোদনকে বিসর্জন দেয়। শালারা বোকাই থাকবি। দুনিয়াতে গাধার মতো খেটেই যাবি সেই সব ননীর পুতুলদের বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য।
5 Comments
Elora Sultana
April 21, 2022মোটেও ননীর পুতুল না।
Ayesha Siddika Nilufa
April 21, 2022পরিশ্রমী
Tazin Hasan
April 21, 2022নিজেকে পরিশ্রমি মনে করি ভাইয়া।এসব ননির পুতুলদের দুচোখে দেখতে পারি না একদম।তাও চব্বিশ ঘন্টা দেখতে হয়
Tanjina Tany
April 21, 2022পরিশ্রমী কতটুকু জানি না তবে হতে চাই
Titu K Kar
April 21, 2022ননীর পুতুলদের ভাব বেশি থাকে,কাজ করতে গেলে জ্বলে।।।