মানুষ কেমন সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন কোন স্টেজে গিয়ে সেটার ব্যাপারে টিপস নিয়ে যান, কাজে লাগবে।
তরিকা: ১
ভুল পরিচয়:
নির্বাচনের আগ মুহুর্তে লিডারদের দেখে সিদ্ধান্ত নিয়ে নেই, উনি অনেক বিনয়ী মানুষ।
আসল পরিচয়:
নির্বাচন শেষে ক্ষমতা হাতে আসলেই সেই বিনয়ী ব্যক্তি খুজে বের করে, কে তার নামে জিক্বির করছেনা, কে তার কোন খারাপ কিছু নিয়ে একটু উহ শব্দ করলো, সাথে সাথেই তাকে থ্রেড, জেলে ঢুকায়। তখনই আসল রুপটা চেনা যায়।
তরিকা: ২
ভুল পরিচয়:
ফেসবুক গ্রপ নতুন খোলা হয়েছে, এমন একটা গ্রপের অ্যাডমিনকে দেখে মন্তব্য করে ফেলি, এই অ্যাডমিন কত বিনয়ী মানুষ, কত আন্তরিক, একটুও অহংকার নাই।
আসল পরিচয়:
গ্রপটাতে ৫০ হাজার মেম্বার যুক্ত হয়ে যাওয়ার পর, সেই বিনয়ী অ্যাডমিন কোন মেম্বার অন্য কোন গ্রপে কারও পোস্টে রিয়েক্ট দিলো কয়টা, অন্য গ্রপে কারও পোস্টে কমেন্ট করলো কেন, দিলো একটা থ্রেড। তখন সেই বিনয়ী অ্যাডমিনটার ভয়ে ফেসবুক ব্যবহারটাও স্বাধীনভাবে যখন করা যায়না, তখন সেই অ্যাডমিন কেমন মানুষ, সেটা চিনে নিয়েন।
তরিকা:৩
ভুল পরিচয়:
কোন কোম্পানী নতুন, আর্থিক অবস্থা খারাপ। তখনের মালিক পক্ষের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে প্রেমে হাবুডুবু খেলে আরও একবার ভুল করলেন।
আসল পরিচয়:
কোম্পানীর ফান্ড বড় হোক, তারপর যখন দেখবেন, চাকুরি করেন দেখে ফেসবুক ব্যবহারকারী হিসেবে আপনার স্বাধীনতাটাই চলে গেলো তখনের পরিচয়টাই আসল পরিচয়। এর আগেই বন্ধু বানিয়ে ভুল না করাই বেটার।
তরিকা: ৪
ভুল পরিচয়:
একজন অবলা নারী, কত আন্তরিক, দেখেই বিগলিত হয়ে গেলেন। আহা, আজকাল এমন মেয়ে পাওয়াই যায়না, মানুষের জন্য কত কিছু ভাবে।
আসল পরিচয়:
বড় লোকের ঘরে বউ হয়ে যাওয়ার সেই নারীর ভাবসাবটাই চেঞ্জ। কথাও বলতে হয় মেপে মেপে। এবারই বুঝে নেন সে কেমন।
থাক এইডা বাদ দেন, বেডি মানুষ।
1 Comment
Muhammad Tanvir Hossain
October 23, 2023I enjoyed reading this article, Ekram Bai