২ বছর আগেও ভালো সেল হতো, এখন সেল পাচ্ছিনা। অ্যাড খরচ বেড়েছে, সেল কমেছে।
কনসালটেন্সি সাপোর্ট দিতে গিয়ে এরকম প্রশ্ন পেলাম। তার প্রোডাক্ট হচ্ছে, কালিজিরা সীড মিক্স।
সমস্যার সমাধানগুলো আপনার প্রোডাক্টের সেলস এর ক্ষেত্রেও পরিকল্পনাতে কাজ করবে। তাই পড়ে নিন পুরোটুকু।
উদ্যোক্তা: অনেকজন উদ্যোক্তা তৈরি হয়েছে, তাই প্রতিযোগীতাতে পড়ে এখন ডলার খরচ বেড়ে যাচ্ছে, সেল কমে যাচ্ছে। কি করতে পারি?
পরামর্শ: কালিজিরা সীড মিক্স এর নাম আমি এখনও তেমন শুনিনি। তার মানে অনেক বড় সংখ্যক অংশ মানুষ এখনও এটার ব্যাপারে জানেনা। এ তথ্যে হতাশ হওয়ার কিছু নাই, এটাই অপুরচিনিটি। এটার ব্যাপারে জানে এরকম অডিয়েন্স ৩-৫% এর বেশি হবেনা। এটাই সম্ভাবনা। তাহলে বাকি ৯৫% মানুষকে ক্রেতা বানাতে তাদের টার্গেট করে মার্কেটিং প্লান করেন, তাহলে প্রতিযোগীতার মধ্যেও ভালো সেল পাবেন।
উদ্যোক্তা: আমার কনটেন্ট এর জন্য সাজেশন লাগবে। আমার প্রোডাক্টে খুব পরিস্কার সীড ব্যবহার করি, কয়েকজন কর্মচারী রেখেছি, যারা ধুয়ে পরিস্কার করে সীডগুলো রেডি করে। এটা খেলে ডায়াবেটিকস, হার্ট সমস্যা দুর হবে, ওজন কমাতে সহায়ক।
পরামর্শ: উনি প্রোডাক্ট সম্পর্কে আমাকে বুঝাতে শুরুই করেছেন, পরিস্কার, ধুয়ে পরিস্কার করা হয় । এটা বুঝাতে যে ২-৩ মিনিট ব্যয় করছে, পুরোটাই আমার কাছে খুব বিরক্তিকর লাগছিলো। তার মানে প্রোডাক্টের এ বৈশিষ্ট্য আমার জন্য কোন ইন্টারেস্ট তৈরি করতে পারেনি। যখন বললো, ওজন কমাতে কাজে লাগে, সেই অংশটুকু বুঝতে আগ্রহ তৈরি করেছে। তাই অ্যাড চালানোর আগে যে কনটেন্টটা রেডি করছেন, সেই কনটেন্টের টপিকসটা আপনার অডিয়েন্সের কাছে কতটুকু আগ্রহ জাগাতে পারবে, সেটা নিয়ে আগে অডিয়েন্সদের কাছ থেকেই অ্যানালাইস করে জেনে নিন। কোন বিজনেস কোচ, আরেকজন উদ্যোক্তা, কিংবা অন্য কারও কাছ কনটেন্ট টপিকস আইডিয়া নিলে সেই কনটেন্ট ডলার খরচ বাড়িয়ে দিবেই।
উদ্যোক্তা: একটা কনটেন্ট আইডিয়া দিন, এই প্রোডাক্টের জন্য।
পরামর্শ: কালিজিরা সীড মিক্সটার অ্যাড হয়তো আমাকে দেখিয়েছে, কিন্তু আমি এটা সম্পর্কে জানিনা, কারন সেই অ্যাডস এ আমি হয়তো ক্লীক করিনি, কারন সেই কনটেন্ট আমাকে আগ্রহ তৈরি করতে পারেনি। তাই কার্যকরী কনটেন্ট তৈরি করতে বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে কনটেন্ট আইডিয়া তৈরি করবেন।
ধরি, ঈদ চলছে। সকল মানুষেরই প্রচুর মাংস খাওয়া হচ্ছে। সবাই কম বেশি রিস্ক জেনেও খাচ্ছে, আবার টেনশন করছে। সো এ মুহুর্তের জন্য কনটেন্ট হতে পারে, প্রচুর মাংস খাওয়া হচ্ছে। কিছুটা বিপদ মুক্ত থাকতে সকালবেলা কালিজিরা সীড মিক্স পানিতে ভিজিয়ে খেয়ে নিন, তাতে ফ্যাট কাটবে। আর ৩০ মিনিট ফ্রি হ্যান্ড এক্সেরসাইজ করুন। এরকম একটা ম্যাসেজ নিয়ে আকর্সনীয় প্রেজেন্টেশনে কনটেন্ট তৈরি করুন। এই কনটেন্ট অডিয়েন্সের আগ্রহের সাথে মিলবে, তাই তারা কনটেন্টে অ্যাংগেজ হবে।