Directly contributed to the IT skills development of around 20,000 people and indirectly around 30,000 people. The opportunity to play a role in the branding and business development of over 200 organizations

Get In Touch

মানুষের আগ্রহ , আকর্ষনকরার জন্য সৃষ্টির শুরু থেকেই কনটেন্ট তৈরি হতো। মানুষের রুচিবোধ পরিবর্তনের সাথে সাথে কনটেন্টের বিভিন্ন ট্রান্সফর্ম ঘটেছে। প্রতিটা ট্রান্সফর্মেশনের সাথে হারিয়ে গেছে অনেক অনেক প্রতিভা, শুধুমাত্র নিজেকে আপডেট না করার ব্যাপারে শক্ত অবস্থান ধরে রাখার কারনে।

কনটেন্টের ট্রান্সফর্মেশনগুলো মনে করে দিতে এ পোস্টটি, যা পড়লে আপনার ইতিহাসটি কিভাবে রচনা করবেন, সেই ব্যাপারে মনস্থির করতে সহায়ক হবে।

ট্রান্সফর্ম-১

সাধু ভাষার কনটেন্ট।

ট্রান্সফর্ম: চলতি ভাষার কনটেন্ট।

ক্ষতিগ্রস্ত প্রতিভা : নতুন এ ট্রান্সফর্মের সাথে নিজেকে আপডেট করতে অস্বীকৃতি জানানো অনেক ট্যালেন্টরা ভালো পজিশনে থাকা অবস্থাতেই পুরো ঝড়ে গেলো। চলতি ভাষাতে চমৎকার কনটেন্ট তৈরি করতে গিয়ে জন্ম হলো নতুন অনেক লেখক, কবি।

ট্রান্সফর্ম-২

বিটিভির কনটেন্ট

ট্রান্সফর্ম: প্যাকেজ প্রোগ্রাম।

ক্ষতিগ্রস্ত প্রতিভা: বিটিভির একটা জায়গাতে শুট করা ,  ক্যামেরা, লাইটিং থেকে সরে এসে নতুন এ প্যাকেজ জগতে  ট্রান্সফর্মের সাথে আপডেট করতে অস্বীকৃতি জানানো অনেক ট্যালেন্টেড পরিচালকরা কেউ কেউ হারিয়ে গেলো। অনেকে অনেক দেরি করে না পেরে শেষ নিজেকে এই ট্রান্সফর্ম কনটেন্টের সাথে আপডেট নিজেদের কিছুটা টিকিয়ে রাখার চেষ্টা করেছে।

ট্রান্সফর্ম- ৩

অনলাইন প্লাটফর্ম কনটেন্ট: লিখা কনটেন্ট

ট্রান্সফর্ম: ভিজুয়্যাল কনটেন্ট

ক্ষতিগ্রস্থ প্রতিভা: বড় বড় লিখার কনটেন্ট এ ট্রান্সফর্মে পাঠক জনপ্রিয়তা হারিয়ে  ভিজুয়্যাল কনটেন্ট (গ্রাফিক কনটেন্ট, ভিডিও কনটেন্ট) জায়গা দখল করলেও এ ট্রান্সফর্মের সাথে নিজেকে আপডেট করতে ব্যর্থ অনেক প্রতিভা এ মুহুর্তে দর্শক জনপ্রিয়তা হারিয়ে ইন্ড্রাস্ট্রিতে সবচাইতে সস্তা এবং গুরুত্বহীন একজন ব্যক্তি হয়ে  উঠেন।

ট্রান্সফর্ম-৪

দীর্ঘ সময়ের কনটেন্ট

ট্রান্সফর্ম: শর্ট কনটেন্ট

ক্ষতিগ্রস্থ প্রতিভা: শর্ট কনটেন্টের ট্রান্সফর্মটা শুরু হয় টিকটক প্লাটফর্মের মাধ্যমে। ফেসবুক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ি, শুধুমাত্র শর্ট কনটেন্টের ট্রান্সফর্মের ১ম ৩মাসেই ফেসবুক ১৮ বছরের  ইতিহাসে সবচাইতে ক্ষতিগ্রস্থ হয়। ৩মাসের সেই ক্ষতিগ্রস্থ  অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশে ৬৮টা পদ্মা সেতু তৈরি করা যেতো। এই ট্রান্সফর্মে ফেসবুক ভুল করেনি, তারা দ্রুত ভাবে নিজেদেরকে এ ট্রান্সফর্মের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। রিলস মিডিয়া আনাসহ শর্ট ভিডিওকে রিচ বাড়িয়ে শর্ট ভিডিওর কনটেন্ট তৈরির জন্য উৎসাহ দেওয়া শুরু করে।

এবার আপনার ইতিহাস তৈরির সময়:

ফেসবুক এ ট্রান্সফর্মে নিজেকে আপডেট করতে পারলেও ফেসবুক ব্যবহারকারী অনেক ব্যবসায়ি ট্রান্সফর্ম অনুযায়ি নিজেকে আপডেট করে শর্ট কনটেন্ট না বানিয়ে লং কনটেন্ট বানিয়ে অ্যাড রান করে, আর হায়হুতাশ করে ফেসবুককে গালি দিয়ে যাচ্ছে। তাদেরও আগের ট্রান্সফর্মের সাথে হারিয়ে যাওয়া প্রতিভাদের মতোই অন্ধকার  ভবিষ্যত হওয়ার আশংকা অনেক বেশি।

অনলাইন সময় শুরু হওয়ার পর কনটেন্টের  ট্রান্সফর্ম হয় কিছুদিন পর পরই। বর্তমানের ট্রান্সফর্মড ফরম্যাটগুলো হচ্ছে, স্টোরি টেলিং কনটেন্ট, শর্ট কনটেন্ট, ইনফোগ্রাফিক, কনটেন্ট ভিজ্যুয়ালাইজ সহ আরও অনেক গুলো। এ ট্রান্সফর্মের সাথে আপডেট করতে ব্যর্ত হলেই পোস্ট রিচ কমে যায়, সেলস কমে যায়, আগে সেলস হতো, এখন হচ্ছেনা টাইপ সমস্যার জন্ম হয়।

প্রতিটা ট্রান্সফর্মে হারিয়ে যাওয়া সেই সময়ের খুব ভালো রাজত্ব করা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর প্রধান দুর্বলতাই ছিলো, ট্রান্সফর্মের সাথে নিজেকে আপডেট করার মাইন্ডসেটটা তৈরি করতে না পারা।

বর্তমানের এই ট্রান্সফর্মের সাথে কতটা নিজেকে আপডেট করতে পারছেন,  আর কতটা নিজেকে ট্রান্সফর্ম করতে ব্যর্থ হচ্ছেন, আর কেন ট্রান্সফর্ম হতে মাইন্ড সেটআপ তৈরি করতে পারছেন না, কমেন্টে জানাতে পারেন।

অনেক অনেক ভালো অবস্থানে থাকা বিজনেসগুলো হারিয়ে গিয়েছে ট্রান্সফর্মগুলোর সাথে। বিজনেস করতে হলে আপনাকে প্রতি বছরই সম্ভাব্য ক্রেতাদের রুচি অনুযায়ি নিজের কনটেন্টকে ট্রান্সফর্ম করতে না পারলে আপনি আজকে যত ভালো অবস্থানেই থাকেন না কেন, আপনি হারিয়ে যাবেনই, যেতে বাধ্য।

1 Comment

  • Mehedi Hasan

    দারুণ হয়েছে, একদম যুগোপযোগী সীন 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *