১ম গরু বিক্রেতা: আমার কাছে গরু পাবেন, যার ৪টা পা রয়েছে, ২টা কান, ২টা চোখ রয়েছে।
২য় গরু বিক্রেতা (ইউনিক সেলপোস্ট করার চেষ্টা): আমার গরুর সামনে ২টা পা, পিছনে রয়েছে আরও দুটো পা, ২টা রয়েছে বড় বড় চোখ, ২টা লম্বা কান
৩য় গরু বিক্রেতা (ইউনিক সেলপোস্ট করার চেষ্টা): আমার গরুর সামনের ২টা পা একটু চিকন, পিছনের দুটো পা যাকে আমরা পাছা বলি, সেটা সামনের দুটোর চাইতে মাংসল বেশি, বড় বড় ২টা চোখ যা দেখলে মনে হবে কাজল লাগানো, ২টা লম্বা কান দেখতে খুব সেক্সি।
২নং এবং ৩নং গরু বিক্রেতার পোস্টের অ্যাংগেজমেন্ট কমে যাওয়া, পোস্ট রিচ কমে যাওয়া, অ্যাড দিয়েও রিচ , সেল কম পাওয়ার কারন উপরের ৩জনের পোস্টের ধরনটা দেখেও বুঝতে না পারলে আপনার এখনও এ বিষয়ে জ্ঞান বাড়ানোর জন্য একটু বিজনেসে ব্রেক দেওয়া উচিত।
এখানেও একটু সময় দিয়ে ভাবনার মশলা নিয়ে যান:
১ম জন যে তথ্যটা দিলো, সেটা যদি দেখে তথ্যটা শিখে নেই, তাহলে অন্যদের আর একই তথ্যটা দিয়ে পোস্টে কারও পড়ার কি দরকার, সেতো একই তথ্য জানেই।
ওহ, বলতে পারেন, ওইটার চাইতে ইউনিক করেছি, কি ইউনিক করেছেন বলেনতো। বাংলা সিনেমার পরিচালকরা যেমন বলতো, এ গল্প সম্পূর্ণ ভিন্ন। তারপরও আপনারা দেখতে আগ্রহী হতেন না, কারন ইউনিক গল্প হলেও সেখানে একই স্ট্রাকচার। কলেজ ছেলে, মেয়ের ধাক্কা খেলো। তারপর প্রেম হয়ে গেলো, তারপর গুন্ডার আস্তানাতে নায়ককে বাঁচাতে নায়িকার উদাম নৃত্য, শেষে পুলিশ আসবে, আইন নিজের হাতে তুলে নিবেন না। এই স্ট্রাকচার আছে দেখে আপনারা যেমন সেই সিনেমার একই কাহিনী আর দেখতে বিরক্ত হন, আপনার তৈরি সিনেমাটাও তাহলে কেন কারও বিরক্তির কারন হবে না, বলতে পারবেন কি
একটু ভিন্ন কিছু করুন, ১০০ জনের মধ্যে যে কনটেন্ট অলরেডি ৯৫ জন করে ফেলছে, সেই কনটেন্টটাকে না ধরে যেটা মাত্র ৫ জন করেছে, সেই কনটেন্ট টপিকসটা নিয়ে কাজ করেন, মানুষ সেটা জানতে আগ্রহী হবে, থামবে সেখানেই।
মানুষতো আর গরু না যে, একই ঘাস প্রতিদিন খেলেও বিরক্ত হবে না। মানুষ একই চালকে একবার ভাত বানিয়ে খায়, বোরিং কাটাতে একবার একই চালকে পোলাও বানিয়ে খায়, সেটাতেও বোর হয়ে যায়, তখন বিরিয়ানী বানায়, আবার কিছুদিন পর স্বাদ চেঞ্জ করতে কাচ্চি বানায়, এটাতেও বোরড হয়, তখন তেহারী বানিয়ে খায়।
মানুষ শুধু মাত্র একই বউ বোরিং হলেও বছরের পর বছর এই একটা জিনিস বিরক্তি হলেও সহ্য করে নিয়ে দেখতে হয়।