নগদ বিশ্বকাপ ক্যাম্পেইনে অনুসরণ করা ৩টা মার্কেটিং ট্রিকস,
শিখানো হয় একমাত্র কনটেন্ট কিং কোর্সে।
নগদ বিশ্বকাপ ক্যাম্পেইন ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই। ফেসবুকেও সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। আপনি নিজেও সেটাকে দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন নিশ্চয়ই। শুধু আপনি নয়, ১৭ কোটি মানুষই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে।
শুধু অ্যাপ্রিসিয়েট নয়, সেই ক্যাম্পেইন থেকে পাবেন ৩টা মার্কেটিং ট্রিকস,যা আপনার ট্রেনিং এ কখনই বলছেনা দেখে হয়তো আপনার বিজনেসে সেই ৩টা ট্রিকস কখনই অনুসরণ করছেন না।
এই মার্কেটিং ট্রিকস শিখানো হয় একমাত্র কনটেন্ট কিং কোর্সে।
এই মার্কেটিং ট্রিকস ৩টি অনুসরণ করলেই পোস্ট রিচ কমে যাওয়া সমস্যা সমাধান পেয়ে যাবেন, এবং একই সাথে সেলস বৃদ্ধি পাবে অনেক গুণ।
আরও পড়তে ক্লিক করুন: এফডিসি নির্বাচন থেকে ব্রান্ডিং বিষয়ক ১০টি শিক্ষা
নগদ এর ভিডিও থেকে শিক্ষা ৩টা মার্কেটিং টিপস:
ট্রিকস-১: এটা বিশ্বকাপের সময় এবং সাকিব- তামিম নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়াতে খুবই ঝড় তুলেছে। জাস্ট এটাকেই টপিকস করে নগদ পুরো ভিডিওটার স্ক্রীপ্ট রেডি করেছে।
আপনি যা ভুল করছেন:
সেলস অ্যাড এর জন্য যে অ্যাড কপি প্রস্তুত করছেন, সেটার টপিকস নির্ধারনে কখনই এটা নিয়ে গবেষনা করছেন না, যে বিষয় নিয়ে সেই কনটেন্টে তুলে ধরছেন, সেই বিষয়টা নিয়ে কোন অডিয়েন্সের আর আগ্রহ আছে কিনা, বা এ মুহুর্তে আগ্রহ আছে কিনা।
ট্রিকস-২: নগদ বিশ্বকাপ ক্যাম্পেইনে খুব ব্যয়বহুল দুই তারকা সাকিব, তামিম কে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। এই দুইজনকে বিজ্ঞাপনের জন্য নেয়া যে কতটা ব্যয়বহুল সেটা সবাই হয়তো ভাবতে পারছি। এত খরচের একটা বিজ্ঞাপনে তারা একটা শব্দও প্রমোশনাল কিছু ব্যবহার করেনি। এই বিজ্ঞাপনে তারা নিজেদের একটা অডিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং সফলও হয়েছে।
আপনি যা ভুল করছেন:
আপনার প্রোফাইল কিংবা বিজনেস পেইজ ঘুরলে আপনার পণ্য কিংবা বিজনেস নিয়ে আলোচনার বাহিরে কোন কনটেন্ট অনুবীক্ষণ লাগিয়েও খুজে পাওয়া কঠিন। পুরোপুরি সেলসম্যানটা পরিচয় স্ট্যাবলিস্ট করা যে বর্তমান মার্কেটিং ট্রিকসের সবচাইতে বিধ্বংসী স্টেপ, তা আপনার ট্রেনিং না শিখালেও গত ১০ বছরের বেশি সময় ধরে সারাবিশ্বের সব বড় বড় মার্কেটাররা এই বিষয়টা নিয়ে সব সময় সতর্ক করে যাচ্ছে। বড় বড় মার্কেটারদের পরামর্শ হচ্ছে, ৭০% কনটেন্ট হবে সম্পূর্ণরুপে সেলসের বাহিরের পোস্ট, ৩০% পোস্ট হবে অনলি সেলস পোস্ট, তাহলে আপনি সাকসেস পাবেন।
ট্রিকস-৩: প্রমোশনাল কোন শব্দ এই অ্যাডটাতে ব্যবহার না করার কারনে এই কনটেন্টের মাধ্যমে ১৭ কোটি মানুষের কাছে নগদের নাম পৌছে গেছে। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে মানে সবার মনে ব্র্যান্ড নেইমটা পজিটিভভাবে গেথে যাবে, যদি এখানে কোন প্রমোশনাল শব্দ থাকতো, সেটা কখনই হতো না। যাদের মনে এই ব্র্যান্ডটি এই কনটেন্টের মাধ্যমে পজিটিভলি ভ্যালু ক্রিয়েট করলো, তারা যখন এর পরের পোস্ট দেখবে অফার সহ, তাদের সেই অফারকে রিজেক্ট করার মানুষ সংখ্যা কম থাকবে।
আপনি যা ভুল করছেন:
প্রোডাক্ট প্রমোশনের বাহিরে কোন পোস্ট তৈরি করাটাকে সময়ের অপচয় মনে করছেন। অর্থের অপচয়ও ভাবছেন। তাই সব অ্যাফোর্ড দিচ্ছে, সেলস কনটেন্টের জন্য। যা দিনে দিনে ব্র্যান্ড ভ্যালুকে কমিয়ে দিচ্ছে। আর শুধুমাত্র এই ভুলটার জন্যই, আপনার অ্যাড খরচ দিনে দিনে বেড়ে যাচ্ছে, সেলস কমে যাচ্ছে। যদিও আপনার ট্রেনিং সেল কমে গেলেই বলা শুরু করবে, টার্গেট ঠিক নাই, ইনভেস্ট বাড়াও, যা সম্পূর্ণ ভুল পরামর্শ।
ভিডিওটিতে নগদ এর ম্যানেজিং ডিরেক্টর মিশুক ভাই নগদ এর ক্যাম্পেইন নিয়ে যা আলোচনা করেছেন, তা সব উদ্যোক্তাদের শিক্ষার জন্য শেয়ার করলাম। যদি মনে করেন, নগদ এর মিশুক ভাই, আপনার চাইতে বড় উদ্যোক্তা, তাহলে ভিডিওতে বলা তার এই ব্রান্ডিং ট্রিকস ৩টা আপনার ব্রান্ডের জন্য অনুসরণ করতে পারেন।
কনটেন্ট কিং শুরু থেকে এই ট্রিকসগুলোই ব্রান্ডিং ট্রিকস হিসেবে শিখাচ্ছে।
1 Comment
Muhammad Tanvir Hossain
October 23, 2023That is a brilliant analysis, Ekram Bai, thank you for sharing it with us, it is beneficial for newcomers.