ফেসবুকে অ্যাড রান করার পরও আশানুরুপ সেল না পেলে,
অন্যরা বলেন:
- টার্গেট ঠিক নাই, টার্গেট ঠিক করুন।
- বুস্টের আরও বাজেট বাড়ান।
আর আমরা বলি, জাস্ট ৩টা বিষয়ে নজর দিন, সেল বেড়ে যাবে কয়েকগুণ।
নিজস্ব অডিয়েন্স তৈরিতে মনোযোগ দিন:
– সেলস পোস্টের বাহিরেও অন্য কোন বিষয়ে সচেতন করতে নিয়মিত কিছু কনটেন্ট প্লান করুন। সেই ধরনের কনটেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, যাতে মানুষ সেলসম্যানের বাহিরেও আপনার আরেকটা পরিচয় আবিস্কার করতে পারে। অর্থাৎ যাতে কোন একটা বিষয়ে অভিজ্ঞ, সেই পরিচয়টা তৈরি হয়।
রিকমেন্ডেশন বৃদ্ধিতে মনোযোগ দিন:
– হ্যাপী ক্লায়েন্ট, আপনার বিজনেসের সাথে জড়িতদের রিকমেন্ডেশন, ইন্ড্রাস্ট্রিতে যাদেরকে মানুষ বেশি ফলো করে তাদের রিকমেন্ডেশন পাওয়ার জন্য কিছু ক্যাম্পেইন প্লান করুন।
কনটেন্টে বৈচিত্র নিয়ে কাজ করুন:
– সোজা সাপ্টা কনটেন্ট না বলে নাটকীয়তা, ফান যুক্ত করে কনটেন্ট তৈরি করুন। মানুষ কনটেন্টটা নিয়ে অনেকক্ষন মাথাতে রেখে ভাববে। গরু বিক্রি করতে গেলে, গরুর ৪টা পা আছে, ২টা চোখ আছে ,এভাবে না বলে অন্য কিভাবে মজা নিয়েই বলা যায়, সেটা নিয়ে ভাবুন।
কত টাকা বুস্ট করছেন, সেটা রেজাল্ট হচ্ছে, কত মানুষের কাছে পোস্ট পৌছাইতে পারছেন, আর বেশি কিছু না।
সো, সূত্র একটাই:
। হতে হলে বিজনেস কিং
। হতে হবে কনটেন্ট কিং