-
উনি মিডিয়ার টপ লেভেলে কাজ করা, ইভেন্ট করা মানুষ। উনার চোখে আমাদের কনটেন্টের অনেক বেশি ভুল ধরা পড়বে। সন্তুষ্ট অর্জন করা কঠিন হবে।
-
আমি নিজে জীবনে খেলাধুলা খুব কম করেছি, তাই খেলার ব্যাপারে আবেগটা কম বুঝি। তাই ওই টাইপ অডিয়েন্সদের মন জয় করে ক্লায়েন্টে কনভার্ট করার মত প্লান ব্রেইন দিয়ে বের করাটা কঠিন হবে।
-
স্পোর্টস প্রোডাক্ট অনলাইন থেকে কেনার মত অভ্যাস এখনও মানুষদের গড়ে উঠেনি। আবার খেলা মাঠে না গিয়ে অনলাইন থেকে শিখবে, এটা মানুষ কতটুকু মেনে নিবে, সেটা নিয়ে সংশয় ছিলো।
-
কাজী সাবির ভাই জানালেন, উনাদের ৩ বছরের বিজনেস ইতিহাসে যেটা সর্বোচ্চ সেল ছিলো, সেটারও প্রায় ৩ গুণ বেশি সেল পেয়েছেন এই ডিসেম্বরে। আমাদেরকে দেওয়া মান্থলি টার্গেটের চাইতেও অনেক বেশি ছিলো এ সেল।
-
যে ডিসেম্বর মাসে সবার সেলস এর অবস্থা নাকি খারাপ সেই মাসেই প্রতি সেলসের জন্য গড়ে ৬০ সেন্ট খরচ হয়েছে, যেটা এর আগে ১.৫-২ ডলারের নিচে কখনও হয়নি।
-
মিডিয়া জগতের মিনিমাম ৬ জন বড় ব্যক্তি নাকি উনার কাছে খেলবেই বাংলাদেশের বর্তমান কনটেন্ট নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। জানতে চেয়েছেন, এত সুন্দর কাজগুলো কারা করছে?
শিক্ষনীয়: আপনারা ব্যস্ত থাকেন, ফেসবুকে অ্যাড চালাতে কি টার্গেট সেট করবেন? আর আমি সময় ব্যয় করি, ওই নির্ধারিত অডিয়েন্সের মন জয় করতে কিভাবে টার্গেট করে কনটেন্ট তৈরি করবো।
শিক্ষনীয়: আপনাদের ১ম অ্যাকশন প্লানটাই থাকে একটা সেলস কনটেন্ট করে অ্যাড চালাইয়া দিবেন। আর আমরা এমনভাবে স্ট্রাটেজি সাজাই যে, একটা সেলস কনটেন্ট চলতে থাকুক, পাশাপাশি এমন অ্যাক্টিভিটিস প্লান থাকবে, যাতে একটা নিজস্ব অডিয়েন্স গ্রো করে। নিজস্ব অডিয়েন্স গ্রো করতে গিয়ে সকল পোস্ট সেলসের জন্য নয়, অডিয়েন্সকে পেইজের প্রতি বা ব্রান্ডের প্রতি ভালোবাসা তৈরির জন্য স্ট্রাটেজি সেট করি, এই অডিয়েন্সই আমার সেলস কনটেন্টে কনভার্ট হবে।
শিক্ষনীয়: কনটেন্ট করলেই হবেনা, একটা ব্রান্ডেড গাইডলাইন মেনে, প্রো লেভেলের কনটেন্ট তৈরি করতে পারলেই সেলস কনভার্সনটা বাড়াতে পারবেন। তখন ইনবক্সে এসে প্রাইস জিজ্ঞাসা করে চলে যাবে, এই সমস্যা থেকে বেঁচে যাবেন। এই সংক্রান্ত সাজেশন নিয়ে আলাদা ব্লগ (https://contentkingbd.com/ebook-bundle/) লিখেছিলাম, সেটার লিংক থেকে ঘুরে আসুন।
নিচেরটুকু বিজ্ঞাপন, চাইলে না পড়ে অ্যাভোয়েড করে যেতে পারেন।
আগামী ২১ জানুয়ারি’২০২৫, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা মোটর এ।
বিজনেস গ্রোথ ম্যাক্সিমাইজ এবং বিজনেস খরচ মিনিমাইজ করার স্ট্রাটেজি নিয়ে বিশেষ বুটক্যাম্পের পুরো প্রোগ্রাম শিডিউলটা ইমেজে দেখুন। ইমেজে ক্লিক করলেই পুরো বিস্তারিত জানার লিংকে চলে যেতে পারবেন।
2 Comments
Mohammed Jasim
January 10, 2025অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ।
M M Hossain
January 10, 2025Simply, its fruitful and supportive. Wish more blogs from you.