Directly contributed to the IT skills development of around 20,000 people and indirectly around 30,000 people. The opportunity to play a role in the branding and business development of over 200 organizations

Get In Touch

নিজেদের ব্যবসা সম্প্রসারণের প্রধান উপায় হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। এ বানীর পরেও আরও কিছু লাইন রয়েছে। সে লাইনটুকু আমরা উপলব্ধি করতে পারিনা, তাই সফলতার পথ থেকে অনেক দূরে থাকি।
এর পরের কিছু লাইন যুক্ত করে আজকের লেখাটি লিখবো।

নিজেদের ব্যবসা সম্প্রসারণের প্রধান উপায় হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন।

পরের গুরুত্বপূর্ণ দুটি লাইন:

😢 মিসিং হওয়া ২য় লাইন:
সম্পর্ক শুধুমাত্র বিজনেসম্যানদের সাথে নয়। সব শ্রেনীর মানুষদের সাথে সম্পর্ক গড়তে হবে।

😢 মিসিং হওয়া ৩য় লাইন:
সম্পর্কটা হবে বন্ধুত্বের। বাণিজ্যিক সম্পর্কটা ট্রেড বডির জন্য হতে পারে। কিন্তু সেল বৃদ্ধির জন্য বন্ধুত্বের সম্পর্কের হাত বাড়াতে হবে।
বুঝতে এখনও কঠিন মনে হচ্ছে?? তাহলে একটু বিশ্লেষন করি। পড়তে থাকেন।

🤦‍♂️ মিসিং হওয়া ২য় লাইনের ব্যাখ্যা

সম্পর্ক শুধুমাত্র আরেকজন বিজনেসম্যান বা উদ্যোক্তাদের সাথেই করার মানুষিকতা আপনার বিজনেস ভবিষ্যত কনফার্মভাবেই রিস্কি করে দিবে। হুমম, এটা সত্য যে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাথমিক ক্রেতা হচ্ছে আরেকজন উদ্যোক্তা। তাই বলে কি আপনাদের সব সম্পর্ক , সম মিটআপ শুধুমাত্রই উদ্যোক্তাদের নিয়েই হবে? প্রাণ কোম্পানীর সব প্রোডাক্ট কি শুধু আরেকজন বিজনেস ম্যানরা কিনে? আমরা সাধারণ মানুষরা তাদের পণ্য কিনি, তাইতো সেই প্রতিষ্ঠান বড় বিজনেস হিসেবে দাড়িয়েছে। হুমম, সব বিজনেস প্রতিষ্ঠানের মালিকরা ট্রেড বডি গড়ে তোলে। বিজনেস সহযোগীতা, পরামর্শ করার জন্য। উদ্যোক্তা ছাড়া মানুষরা আপনার কমিউনিটিতে আছে , কিন্তু কিছুতে অ্যাংগেজ হচ্ছেনা, এটাতো অবশ্যই ভাবনার বিষয়। তারমানে উদ্যোক্তা ছাড়া যারা আছেন, তারা শুধু বিভিন্ন গ্রপের মেম্বার সংখ্যাটাই বাড়িয়েছে, কিন্তু তাদের জন্য কোন কনটেন্ট বা আয়োজন গ্রপে দিতে ব্যর্থ হয়েছেন। তাহলে যেগ্রপে উদ্যোক্তা ছাড়া সাধারণ মানুষরা অ্যাক্টিভ না, সেই গ্রপে থেকে উদ্যোক্তরা কিভাবে বেনিফিটেড হবেন? যেখানে কোন একজন মানুষ তার নিউজফিডে কোন একটা গ্রপের কোন পোস্ট ২-৩ বার না আসলে সেটা ইগনোর করে চলে যায়, সেখানে কোন গ্রপে ১ লাখ মেম্বার কি আসলে কোন কাজে আসবে?
সাধারণ মানুষদের জন্য কি আয়োজন করবেন জানতে চাচ্ছেনতো, সেটা সবার শেষে সাজেশন দিয়েই এ পোস্টটা শেষ করবো, শেষ পযন্ত থাকেন।

🤦‍♂️ মিসিং হওয়া ৩য় লাইনের ব্যাখ্যা

সম্পর্কটা বন্ধুত্বের করবেন নাকি সবাইকে ক্রেতা ভেবে আচরণ করবেন, সেটাই বোঝার মত ম্যাচিউরিটি না আসাটা হতাশজনক। ক্রেতার সাথে যেরকম দোকানদাররা তেল মারে, এটা অফলাইনে কাযকর, অনলাইনে নয়। অনলাইনে ৮৭% ক্ষেত্রে সেল হয় ফ্রেন্ড এন্ড ফ্যামিলির কাছে। এ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সম্পর্কটা কিভাবে গড়ে উঠে, সেটা একটু ভাবা উচিত। আপনার সারাক্ষণ সব পোস্ট যদি হয়, পণ্য নিয়ে, বিজনেস নিয়ে, তাহলে সে সম্পর্ক কিভাবে কল্পনা করেন, বন্ধুত্বের সম্পর্ক হবে? আপনি মেয়ে হলে একবার ভাবুনতো আপনার বয়ফ্রেন্ড ডেটিং করতে এসে সারাক্ষণ বিজনেসের গল্প করে , ডেটিং করছেনা, বিষয়টা কতটা আপনার কাছে উপভোগ্য হবে?

ঠিক একইভাবে যারা সাধারণ মানুষ অর্থাৎ বিজনেস করেনা, উদ্যোক্তা না, তারা ফেসবুকে আপনাকে ফ্রেন্ড লিস্টে রেখেছে আড্ডা দেওয়ার জন্য, ডেটিং করার জন্য। কিন্তু আপনি কি করছেন, সারাটাক্ষণ এইডা খাইলে আপনি সুন্দর হয়ে যাবেন, বাইছা কিনেন., দেইখা লইয়া, ঘরের মা-বোনের জন্যও নিয়া যান, বিষয়টা ওই ব্যাডার জন্য তখন কতটা উপভোগ্য হবে একবার ভাবেনতো।

এবারও যদি উপলব্ধি করতে না পারেন, কেন আপনার পোস্ট কিংবা আপনার গ্রপে একটা পযায়ে মানুষের অ্যাংগেজমেন্ট কমে যাচ্ছে কেন, তাহলে আর কিছু বলার নাই।

🤦‍♂️ সাধারণ মানুষদের জন্য কি কি পরিকল্পনা থাকা উচিত?

শুধু উদ্যোক্তাদের জন্য না হয়ে সাধারণ মানুষদের জন্য কি কি আপনার ওয়্যালে কিংবা আপনার গ্রপে পোস্ট থাকা উচিত, সেটা নিয়ে পোস্ট করে লেখাটা শেষ করবো বলছিলাম।

➤ জাতিসংঘ হতে নারী নিযাতণ পক্ষ (১৫দিনের) গেলো। যার মূল প্রতিপাদ্য হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ হোক এখনই। এ উপলক্ষ্যে নারীদের উন্নয়নে এবং নারীদের সাবলম্বী করতে অবদান রাখা গ্রপগুলো আয়োজন করতে পারতো, নারীরা নারী হিসেবে কি কি ভাবে বঞ্চিত হচ্ছে, এটা নিয়ে সপ্তাহব্যাপী সবার কাছ থেকে পোস্ট আহবান করতে পারতো। এটা হতো সাধারণ মানুষদের জন্য আয়োজন।

➤ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেন নারীদের খুব খারাপভাবে অবমাননা করে ঘৃণিত হয়েছেন। এবং এরকম একজন ধর্ষককে তড়িৎ শাস্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রশংসার কাজ করছেন। কিন্তু কোন নারী উদ্যোক্তা তাদের নিজেদের নিউজফিডে কিংবা নারীদের উন্নয়নে অবদান রাখা গ্রপগুলোতে তাদের নিরাপত্তারজন্য হুমকি এ ব্যক্তির জন্য ঘৃণা জানিয়ে কোন পোস্ট করলো না, কিংবা এরকম বিপদজনক একজনকে শাস্তি দেওয়ার কারনে প্রধানমন্ত্রীকে প্রশংসা জানিয়েও কোন পোস্ট করলো না।

উপরের দুটি ঘটনা দিয়েই বুঝাইলাম, এগুলোতে কেন আপনাদের অ্যাক্টিভিটি ছিলোনা? কারন ভাবলেন , এটাতো আপনার পণ্য না। শুধু পণ্য নিয়েই পোস্ট শিখলেন। সাধারণ মানুষ কিভাবে আপনাকে বন্ধু ভাববে। আপনিতো এখন নিজেকে নারীও ভাবছেন না, নিজেকে বিজনেসম্যান ভাবছেন, ভাবেন খারাপ না। কিন্তু পুরো সমাজের বাকি মানুষদের সাথে আচরণটা যে ভুলে গেছেন, তাহলে ডেটিং করতে আসা, সেই ছেলেটির উপর আপনি যেরকম বিরক্ত হবেন, সাধারণ মানুষ আপনার উপর কেন বিরক্ত হবে না? আর সেজন্যইতো পোস্টে রিচ কমে যায়, গ্রপে অ্যাংগেজ কমে যায়।

মানুষই ভুল করে, কাউকে ছোট করার জন্য লিখিনি। আবার কাউকে জোর করছিনা, আমার কথা মেনে নিতেই হবে। যারা আমার কথাগুলো পড়ে ভাবছেন, নিজের পরিকল্পনাতে ভুল, তারা নতুন করে নিজের অ্যাক্টিভিটিসে পরিবর্তন করে নিন।

2 Comments

  • Elora Sultana

    ধন্যবাদ। অনেক সুন্দর করে লিখেছেন। আমরা আসলেই অনেক ভুল করি।

  • Mohammad Yasin Arfat

    Awesome concept.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *