বিজনেসের সেলস বৃদ্ধিতে কখন হেরে যান, জানেন কি?
➤ শিক্ষা-১: ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক অ্যাডস:
সেলস বৃদ্ধিতে ডিজিটাল মার্কেটিং শিখছেন। ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে শিখছেন, “content is the king of digital marketing/ business”। কিন্তু এমন ভাবেই শিখছেন যে শিখার পর বলছেন, ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক অ্যাড।
কনটেন্ট মার্কেটিং মানে ভিন্ন স্কীল। কনটেন্ট মার্কেটিং স্কীলটাকে ডিজিটাল মার্কেটিং স্কীল হিসেবে স্বীকৃতি দিতেই শিখলেন না, সেখানেই হেরে গেলেন। যাকে বলছেন, মার্কেটিং এর কিং, তাকেই যদি মার্কেটিং এর স্কীলই মনে না করেন, সেখানেইতো সেলস গ্রোথতো আটকে গেলো।
Any way, বর্তমানে কিন্তু স্লোগানটা চেঞ্জ হয়েছে। content is not only king, Content is every thing.
➤ শিক্ষা-২: কনটেন্ট মানেই হচ্ছে ভিডিও:
কনটেন্ট বলতে বুঝছেন, ভিডিও কনটেন্ট মানেই কনটেন্ট। সেলস বৃদ্ধিতে আবারও হেরে গেলেন।
কনটেন্টের প্রধান সংজ্ঞা হচ্ছে, এমনভাবে মেসেজ তৈরি করবেন, যা মানুষকে আকর্ষন করতে বাধ্য করবে, স্ক্রলিং থামাতে বাধ্য করবে। সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, লিখাও হতে পারে, লাইভ প্রোগ্রামও হতে পারে। মূল উদ্দেশ্য, মানুষের ব্রেইন কোন মেসেজ পৌছানো। সেটার জন্য যা করবেন, সেটাই কনটেন্ট। বাংলাদেশে অ্যাডসের ক্ষেত্রে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে ভিডিও এর চাইতে ইমেজে বেশি মানুষ অ্যাংগেজ হচ্ছে, যদি সেই রকম মেসেজ লিখে আকর্ষন করতে পারেন।
➤ শিক্ষা-৩: ভিডিও কনটেন্ট মানেই ক্যারেক্টার হিসেবে উদ্যোক্তা নিজে:
ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে উদ্যোক্তা নিজেকেই ভিডিওতে আসতেই হবে, এই ভাবনার কারনেই আবারও হেরে গেলেন।
নিজে প্রেজেন্টেবল না হলেও, নিজের কথা বলার ধরন প্রেজেন্টেবল না হওয়ার পরও ভিডিও তে আসা আবশ্যক জেনে নিজে ভিডিও তৈরি করে, সেল হওয়ার সম্ভাবনাকে আরও বেশি মাত্রাতে চ্যালেঞ্জে ফেলে দিলেন।
এই যে উপরের ৩টি ভুল ধারণার কারনে বিজনেসের সেলস গ্রোথের যুদ্ধে হেরে গেলেন, এই ভুল থিওরিগুলো কোথা থেকে আপনার ব্রেইনে ঢুকলো, সেটাকেও আইডিন্টিফাই করা জরুরি।
এই ভুল থিওরি ব্রেইনে যে ঢুকালো, তার কাছ থেকে পরামর্শ নিয়েই শুরুতেই আপনি বিজনেসে হেরে গেলেন।
২০২৪ সালটা কি আপনার আরও একটি হেরে যাওয়ার বছর হবে?
নাকি ২০২৪ সালটাই হবে আপনার জেতার বছর, সিদ্ধান্ত এখনই নিন।