Directly contributed to the IT skills development of around 20,000 people and indirectly around 30,000 people. The opportunity to play a role in the branding and business development of over 200 organizations

Get In Touch

ফেসবুকে নিজের প্রোডাক্ট নিয়ে পোস্ট করলেই অ্যাক্টিভ থাকা হলো, এবং তাতেই সেল বেড়ে যাবে। এটা প্রচলিত সবচাইতে বড় ভুল। ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ি, কোন পোস্ট যদি অডিয়েন্সের মাইন্ডে টাচ করতে না পারে, তাহলে সেইরকম পোস্ট ১০০টা করে সময়তো নস্টই, সাথে সাথে সেল বাড়াতো দূরের কথা, ব্রান্ড ভ্যালু কমে যাওয়ার রিস্কটা বেশি, যা সেল কমে যাওয়ার জন্য সবচাইতে বড় দায়ি।

ফেসবুকে যে পোস্ট করবেন, সেটা মানুষের মাইন্ডকে ছুয়ে যাবে, সেটার জন্য কনটেন্ট তৈরিতে অনেক অনেক রকম কাযকরী ট্রিকস রয়েছে।

সহজ একটা সূত্র মেনে কনটেন্ট তৈরি করলেও  মানুষের মাইন্ডকে টাচ করার টার্গেট পূরণ করতে পারবেন। মনে রাখতে হবে, মানুষ ব্রেইন থেকে সিদ্ধান্ত নিয়ে টাকা খরচের ব্যাপারে কিপ্টামি করে। মানুষের পকেট খালি হয়  হার্ট বা হৃদয়ের প্ররোচনার কারনে।

Solution, Emotion, Recreation

উপরের ৩টি ইংলিশ শব্দের যেকোন একটি মেনে কনটেন্ট তৈরি করার চেষ্টা করেন, সেটা অবশ্যই অডিয়েন্সের মাইন্ডকে টাচ করবেই।

৩টা পয়েন্ট নিয়ে ব্যাখ্যাতে আসা যাক।

 

Solution:

আপনি যে প্রোডাক্ট সেল করার জন্য কনটেন্ট তৈরি করছেন, সেই প্রোডাক্টের ফিচার নিয়ে কনটেন্ট তৈরি করলে, সেটা মানুষের ব্রেইনকে টাচ করবে কিন্তু খুব কমই হার্টকে টাচ করবে। উপরে বলেছি, ব্রেইন অনেক কিপ্টা। তাই হার্টকে টাচ করার জন্য কনটেন্ট লিখতে হবে, তাহলেই অন্যের পকেট থেকে টাকা বের করতে পারবেন। হার্টকে টাচ করতে হলে ফিচার নয়, প্রোডাক্টটি কি সলিউশন দিবে, সেটি নিয়ে কনটেন্ট তৈরি করতে হবে।

উদাহরণটা হোমমেইড কেক বিজনেসের সেল পোস্ট নিয়েই বলি। ৩টা পয়েন্টেই কেক নিয়েই উদাহরণ দিবো, যা আপনার বুঝতে সুবিধা করবে।

কেক এর পেস্ট্রি বাচ্চাদের সবচাইতে পছন্দের একটি খাবার। কিন্তু বাজার থেকে যেসব কেক কিনতে পাওয়া যায়, সেই পেস্ট্রিগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডালডা দিয়ে তৈরি হয়, যা খেয়ে বাচ্চাদের পেটের এবং কিডনীর বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ সমস্যার solution টা দিচ্ছে, আপনার হোমমেইড কেক। স্বাস্থ্য সম্মত প্রোডাক্ট দিয়ে তৈরি হয় পেস্ট্রি, যা বাচ্চারা অধিক পরিমানে খেলেও ক্ষতির পরিমান হবে অনেক কম। এই বিষয়টাকে হাইলাইট করে যদি কেক এর বিজ্ঞাপন তৈরি করেন, তাহলে সেটি যেকোন মায়ের হার্টকে টাচ করতে বাধ্য।

Emotion:

ইমোশনালি টাচ করেই বেশির ভাগ ব্রান্ড তাদের পণ্যকে সেল  করে ইনকাম করছে কোটি কোটি টাকা। আপনার সেলস কনটেন্টটাও ইমোশনাল কনটেন্ট তৈরি করে দেখেন, সেলসের ম্যাজিক।

হোম মেইড কেক নিয়ে সেলস পোস্টে লিখেন, আপনি কি আদরের সন্তানের কিডনী নিজেই নষ্ট করে দিচ্ছেন? একটা কেক এর ছবিতে এরকম কিছু লিখে যদি একটা ডিজাইন করে পোস্ট করেন এবং সেটাতে অ্যাড রান করেন, একবার ভাবেনতো, সেই পোস্টটি কতজনের পক্ষে  এড়িয়ে যাওয়া সম্ভব হবে? ইমোশনাললি টাচ করবেই। এবং এ ব্যক্তিরা ভবিষ্যতে কেক কিনে তার সন্তানের ক্ষতি করার ক্ষেত্রে আরও  একবার ভাববে। সন্তানের প্রতি ইমোশনের কারনে একটু বেশি টাকা খরচ করে কেক কিনতে খুব বেশি কিপ্টামী করবেনা, কারন  এটা ব্রেইনকে নয়, একদম হার্টের ইমোশনে গিয়ে হিট করেছে।

Recreation

মোমেন্টাম কনটেন্ট বা সোশ্যাল মিডিয়াতে সমসাময়িক সবচাইতে আলোচিত ঘটনার সাথে রিলেট করে কোন কনটেন্ট তৈরি করলে সেটা ফেসবুক অডিয়েন্সকে সবচাইতে ভালো বিনোদিত করে। তাই ফেসবুকে রিচ কমিয়ে দেওয়ার পর বেশির ভাগ ব্রান্ড এর ব্রান্ডিং টিমের কাছে মোমেন্টাম কনটেন্ট খুব বেশি জনপ্রিয়।

হোমমেইড কেক বিজনেস যারা করেন , তারাও এখন অনেক অনেক টপিকস নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতে পারেন। একটা এরকম হতে পারে, মায়েরা জীবনে দুটো জিনিস মনে রাখবেন।

১) বাজার থেকে লোভনীয় কেক কিনে বাচ্চার পাকস্থলিতে বিষ ঢুকিয়ে দিবেন না।

২) বিভিন্ন উৎসবে কেক এর প্রয়োজন হলে ১নং পয়েন্টটি ভুলা যাবে না।

মোশাররফ করিমের  কোন নাটকের ডায়ালোগটি নিয়ে এই কনটেন্টটার উদাহরণ দিলাম, আশা করি সেটা বলতে হবে না।

উপরের ৩টা পয়েন্ট মাথাতে রেখে আপনার কনটেন্ট তৈরি করেন, দেখেন  আপনার ব্রান্ড খুব দ্রুত আলোচনাতে চলে আছে,  এবং সেলস কি পরিমান বৃদ্ধি পায়। আমি এখানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ইমেজ কনটেন্ট মাথাতে রেখে কনটেন্ট আইডিয়া দিছি।  একই সূত্র মাথাতে রেখে ভিডিও কনটেন্ট তৈরি করেন, সেটিও   একই ধরনের কাযকরী হবে। এগুলো প্রতিটাই হার্টকে টাচ করতে পারবে।

আরও পড়ুন:

১) সেলস এর মার্কেটিং খরচ কমাতে কনটেন্ট ট্রিকস:

কি শিখার, কি শিখছেন? সেলস এর জন্য মার্কেটিং খরচ আর কত বাড়াবেন?

২)  ভিডিওটা আপনাকে চমৎকার সেলস কনটেন্ট নিয়ে আইডিয়া তৈরিতে হেল্প করবে।

৩) অনলাইন উদ্যোক্তা এবং ডিজিটাল  মার্কেটারদের জন্য আবশ্যক একটি ইবুক, যেখানে দেয়া হয়েছে ৩০ টি কনটেন্ট আইডিয়া ও কনটেন্ট লিখার এক্সক্লুসিভ ট্রিক্স।

ফ্রি ই-বুক ডাউনলোড লিংক: https://www.contentkingbd.com/content-pedia/

 

3 Comments

  • Sanzida flora

    লেখাটাও আমাদের মতে উদ্যোক্তাদের জন্য হার্টটাচিং। ধন্যবাদ স্যার, আমাদের উদ্যোক্তাদের সঠিক পথ দেখানোর জন্য।

  • MD Shirazul Islam

    Very impressive an advice.Thanks a lot 🌴.

  • James

    অনেক কিছু শেখার আছে এখন থেকে নিয়মিত শিখতে চাই বিশেষ ভাবে মার্কেটিং এর কৌশল গুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *