সারাদিন ফেসবুকে কয়টা Honey Nuts এর অ্যাডস দেখেছেন?
বিশ্বাস করেন আমি খুব কম হলেও ১০টা ব্রান্ডের Honey Nuts প্রোডাক্টের ভিডিও অ্যাড দেখেছি আবার একটা অ্যাডস যে কতোবার চোখের সামনে আসলো , তার হিসেব নাই..
ঘরের বাজার বিডি কে আশা করি চিনেন আপনি। জামসেদ সাহেব এর কনটেন্ট নিয়ে আমার কিছু অভিজ্ঞতা ও কিছু পরামর্শ শেয়ার করছি – আপনি যদি মার্কেটার বা অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এটা আপনার কাজে লাগবেই লাগবে।
অভিজ্ঞতার তো একটা দাম আছে, কি বলেন?
➤ জামশেদ সাহেবকে কপি করার ব্যর্থ চেষ্টা:
আপনাদের সবগুলো Honey Nuts এর বিজ্ঞাপন দেখি জামশেদ মজুমদারের দেখানো একটা ফরম্যাটেই বানানো।
পুরো প্রডাক্টসে কি কি আইটেম যুক্ত করা হয়েছে – এটাই সবার কনটেন্ট। নাটস, আখরোট; আমারটা প্রিমিয়াম কোয়ালিটি ব্লা ব্লা ব্লা – একই থিম ধরেই কনটেন্ট হচ্ছে, আবার একই থিমকেই সবাই ক্রিয়েটিভ করার চেষ্টা করছে। আশ্চর্যের বিষয় নতুন কোন থিম আনার চেষ্টাই করছেনা কেও, নতুন কোন আইডিয়াই ইমপ্লিমেন্ট হচ্ছেই না (◕‸◕)
আসুন একটু শিখা যাক…
ধরেন, অনলাইনে গরু বিক্রি করে ৫ জন। তার এটা বিক্রির জন্য একটাই কনটেন্ট মনে হচ্ছে। গরুর শরীরে কি কি রয়েছে; এটাই বলা ছাড়া গরু নিয়ে আর কোন কনটেন্ট হতে পারে না?
- ১জন বললো, আমার গরুর ৪টা পা রয়েছে, ২টা চোখ রয়েছে, ২টা কান রয়েছে।
- আরেকজনের বিজ্ঞাপন একটা ইউনিক করে যেটা দাড়াইছে: আমার গরুর সামনে ২টা পা, পিছনে আরও দুইটা পা। আর চোখ রয়েছে দুটো, যেগুলো দেখলে মনে কাজল দিয়ে কোন সুন্দরি পরম যত্নে সাজিয়ে দিয়েছে।
এর বাইরে কি আর কোন কনটেন্ট হতে পারেনা?
আচ্ছা বাদ দেন, বেশি কথা না বলে কনটেন্ট টপিকস কি হতে পারে, সেটাও শিখিয়ে দেই –
- ভ্যাকসিন দেয়া গরু কিভাবে চিনবেন
- গরুর কোন পার্টের মাংস কেমন স্বাদ
- গরুর কোন পার্টে দিয়ে স্টেক তৈরি করা হয়
- বিভিন্ন গবাদি পশুর জাত এবং তাদের বৈশিষ্ট্য কেমন
- কোন জাতের গরু দুধের জন্য আর কোন জাতের গরু মাংসের জন্য লাভজনক
এ টপিকসগুলো নেয় কনটেন্ট তৈরি করবেন, সেটাও গরু বিক্রির অ্যাড হতে পারে, সেটা মাথাতে যদি না খেলে, তখন এটা হলফ করে বলতে পারি – আপনার বিজনেসের ভবিষ্যতের মঙ্গলের জন্য খুব দ্রুত প্রয়োজন “কনটেন্ট তৈরি” শিখা; না হলে আপনাকে আজ না হোক কাল ঠিকই পস্তাতে হবে। অ্যাড খরচ বাড়তে থাকবে, সেল হতাশজনক ভাবে কমতে থাকবে।
পয়েন্টে আসি-
জামশেদ সাহেব এর কাছ থেকে যা শিখলে সেল বেড়ে যেতো অনেক গুণ:
জামশেদ সাহেব যেভাবে ভিডিও করছে, সেরকম ভাবে আপনি করলেও যে একইরকম সেল পাবেন, এ আশা করে থাকলে আপনি যার কাছ থেকে মার্কেটিং শিখছেন, তা আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছেনা, সেখানে মারাত্নকভুল রয়েছে। জামশেদ সাহেবের পরিচয় শুধুমাত্র ঘরের বাজারের সেলসম্যান না, সেলসম্যানের বাহিরেও উনার পার্সনাল ব্রান্ড ভ্যালু রয়েছে। উনার চমৎকার ওয়াজের ফুটেজ ইউটিউব এবং ফেসবুকে রিলস আকারে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কাছে। সেলসম্যান ছাড়াও উনার আরও একটি পরিচয়, উনাকে সবাই ইসলামিক স্কলার হিসেবে সম্মান করেন। তাই উনি যখন সেলসম্যান হিসেবেও আসছে ভিডিওতে, তখন উনার অন্য পরিচয়টা সেলসে কনভার্ট হতে অনেক অনেক হেল্প করছে। কেন করছে? কারণ হল উনার একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু আছে, মানুষ তাকে বিশ্বাস করে, মানুষ জানে এই ব্যক্তি অন্যকে ঠকাতেই পারে না! সো অর্ডার করাই যায় – দাম একটু বেশি হউক, সমস্যা নাই।
এই ট্রিকসটা অনুসরণ করুন, আপনার সেলস বাড়বে অনেক অনেক গুণ। শুধু অ্যাড কস্ট বাড়ালেই সেল বাড়বে না। সেলসম্যানের বাহিরেও আপনার একটা পরিচয় তৈরিতেও নিয়মিত একটা ইনভেস্টম্যান্ট করেন। আর সেটাই আসল মার্কেটিং ট্রিকস। ক্রিকেটে যেমন প্রতি বলে ছক্কা মারলেই ভালো ব্যাটসম্যান হয়না, তাড়াতাড়ি মাঠ ছেড়ে বিদায় নেওয়ার রিস্ক রয়েছে, একইভাবে বিজনেস মার্কেটিং এর সকল পোস্ট সেলস পোস্ট হলে বিজনেস থেকে আউট হওয়ার রিস্ক থাকবে। ছক্কা মারার জন্য যেমন কিছু বল ঠেকিয়ে সেট হতে হয়, মাঝে মাঝে কিছু বল ডট দিতে হয়, তাতে বলে টাইমিংটা ভালো হয়, মার্কেটিংয়েও সেলস পোস্টের বাহিরেও কিছু পোস্ট দিয়ে ব্রান্ড ভ্যালু বাড়াতে হয়, যা সেলসে পোস্টে ছক্কা পেতে সহায়ক হয়।
বিষয়গুলো যত বুঝবেন, যত শিখবেন, ততই অ্যাডস কস্ট কমবে, সেলস বাড়বে, ব্রান্ড ভ্যালু বাড়বে।
যারা পুরো লিখাটা পড়া শেষ করেছেন, আপনাকে অভিনন্দন বোঝা যাচ্ছে, আপনার মধ্যে বিজনেসের সেল বৃদ্ধির জন্য ইফেক্টিভ মার্কেটিং স্ট্রাটিজি শেখার নেশা আছে।
Content King এর ইউটিউব চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে রাখুন।
শিখতে পারবেন অনেক কিছু এবং সম্পূর্ণ ফ্রিতেই
চ্যানেল লিংক: https://www.youtube.com/@contentkingbd
মনে রাখবেন –
। হতে হলে বিজনেস কিং
। হতে হবে কনটেন্ট কিং
5 Comments
Sadiqur Rahman
October 10, 2023মাশাআল্লাহ! চমৎকার ভাবনা। আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দিন। আমিন।
Waliullah
October 10, 2023জাযাকাল্লাহ খাইরান
jobaer Ahmed
October 10, 2023মাশাল্লাহ! খুবই যথার্থ বলেছেন। জ্ঞানী জনরা একই কাজ ভিন্ন ভাবে করে। ভিন্ন ভাবেই করতে হবে।
Mehedi Hasan
October 10, 2023Exactly 🎗️
Saima
October 10, 2023Very nice