Directly contributed to the IT skills development of around 20,000 people and indirectly around 30,000 people. The opportunity to play a role in the branding and business development of over 200 organizations

Get In Touch

উদ্যোক্তা হওয়ার ব্যাপারে এক ধরনের বিপ্লব চলছে। যখন একটা ধারা তৈরি হয়, বিপ্লবের মত ঘটে, তখন মানুষ বুঝে না বুঝেই সেই জায়গাতে যুক্ত হয়। তখনই ব্যর্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটাই ঘটছে। এখন সবাই উদ্যোক্তা হতে চেষ্টা করছে। কিন্তু না জেনে বুঝে উদ্যোক্তা হতে চেষ্টা করার কারনেই উদ্যোক্তা হতে ব্যর্থ হওয়ার সংখ্যাটা অনেক বেশি।

যাইহোক, আজকের এ লেখাতে যে যে বিষয়গুলো জেনে তারপর উদ্যোক্তা হওয়ার যুদ্ধে অংশগ্রহন করতে নামতে হবে, সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করেছি।

১ম ধাপ: বিজনেস আইডিয়া:

কি নিয়ে বিজনেস করবো এ ভাবনা নিয়েই সবাই খুব উদগ্রীব থাকে। মূলত এ জায়গাটাই হচ্ছে, একজন উদ্যোক্তার আতুর ঘর। তাই অনেকের সাথে পরামর্শ করে নিজের বুদ্ধি দিয়ে বড় একটা সিদ্ধান্ত নিতে হয়। আবার যেহেতু ইনভ্যাস্টমেন্টটাও কম থাকে। কম ইনভেস্টমেন্টে বিজনেস আইডিয়াটাই সবচাইতে বেশি জরুরী হয় বেশিরভাগ ক্ষেত্রে।  আমার নতুন প্রকাশিত বইটাতে মাত্র ৫০০০ টাকাতে শুরু করা সম্ভব এরকম ৩৫টা বিজনেস আইডিয়া নিয়ে লিখেছি বইটাতে।

২য় ধাপ: বিজনেস পেইজ সেটআপ:

বিজনেস আইডিয়াটা ঠিক হয়ে গেলেই ফেসবুকে পেইজ প্রস্তুত করতে সম্পুর্ণ নিজেকে নিয়োজিত করতে হবে। কারন এই ফেসবুক পেইজটি হচ্ছে আপনার বিজনেসের জন্য শো রুম। তাই কিভাবে সাজালে মানুষের নজর কাড়তে পারবেন, সেটি খুব জরুরী। কিভাবে এই জটিল কাজটি করবেন, সেটি নিয়ে অনেক বিস্তারিতভাবে  লিখেছি বইটা। এত বিস্তারিত কিন্তু এত সহজভাবে আর কোথাও লেখা পাবেন না, এটা শিউর।

৩য় ধাপ: প্রোডাক্ট সোর্সিং সম্পর্কিত তথ্য

শো রুম বা ফেসবুক পেইজতো রেডি করে ফেললাম, এবারতো যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, তা কিনবেন কোথা থেকে, কোথা থেকে কিনলে কম মূল্যে পাবেন যা বিক্রি করে লাভ করতে পারবেন, সেটি জানতেই হবে।  এত সংখ্যক পাইকারীমূল্যে পণ্য কেনার সোর্স নিয়ে লিখেছি বইটাতে যে, শুধুমাত্র এ পার্টটার জন্যই আপনি বইটাকে অনেক বেশি আগলে রাখবেন, মাঝে মাঝেই উল্টিয়ে উল্টিয়ে দেখবেন।

৪র্থ ধাপ: পণ্যের মূল্য নির্ধারণ:

সঠিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারাটা অনেক বড়  একটি গুন, অনেককে দেখছি কয়েক বছর ধরে বিজনেস করছেন, কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করতে পারছেন না সঠিকভাবে। এই কমন ভুলটার সমাধান পাবেন এ বইটাতে।

৫ম ধাপ: ডেলিভারী সম্পর্কিত বিশেষ গাইডলাইন

কোন ক্লায়েন্ট অর্ডার করলে প্রোডাক্টটি কিভাবে ডেলিভারী করবেন, এটি অনলাইন উদ্যোক্তাদের জন্য আরো একটি চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে এখনও ডেলিভারীর ভালো সমাধান এ দেশে হয়নি এত বছরেও, যা অবশ্যই হতাশজনক। তারপরও বর্তমানে যা যা ভাবে ডেলিভারী করতে পারবেন, তা নিয়ে তথ্য দিয়েছি বইটাতে, যা যেকোন উদ্যোক্তার জন্য ভাল একটি গাইডলাইন হিসেবে কাজ করবেন।

৬ষ্ঠ ধাপ: ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ে গাইডলাইন:

১ম ৫টা ধাপে বিজনেসের সব জেনে গেছেন। এবার বিজনেস শুরু করলেই কাস্টমার নিয়ে আনার প্রয়োজন হবে। এ জায়গাতে সারাজীবন নিজের দক্ষতা বৃদ্ধির জন্য চর্চা চালিয়ে যেতেই হবে, তার বিকল্প নাই। এ বইটাতে অনলাইন মার্কেটিং বিষয়ে এমন সব গাইডলাইন দিয়েছি, আমার বিশ্বাস রাখতে পারেন, এ বিষয়গুলো আপনি কখনই মেনে চলছেন না, যার কারনেই হয়ত আপনার পরিশ্রমগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ে আরও বিস্তারিত শিখার জন্য ২০২১ বইমেলাতে প্রকাশিত হয়েছে আমার অন্য একটি বই: ফেসবুক মার্কেটিং, কম খরচে বেশি আয়ের উপায়। সেটিও অবশ্যই সংগ্রহে রাখার ব্যাপারে পরামর্শ দিবো।

৭ম ধাপ: পার্সোনাল ব্রান্ডিং গাইডলাইন

অনলাইন বিজনেস করবেন, কিন্তু আপনাকে মানুষ চিনেনা, কিংবা চিনলেও হয়ত আপনি নিজের ভ্যালু তৈরি করে নিতে পারেননি, তাহলে আপনার বিজনেসের যতই প্রমোশন করুন, ফলাফল ভালো আসবে না। এ কাজটির জন্য প্রয়োজন পার্সোনাল ব্রান্ডিং। এত বিস্তারিত পার্সোনাল ব্রান্ডিং সম্পর্কিত গাইডলাইন যুক্ত করেছি বইটাতে, আমি শিউর, এ অধ্যায়টি পড়লেই পাঠক আমাকে খুজে ধন্যবাদ জানাবেই।

৮ম ধাপ: সেল বৃদ্ধির সিক্রেট টিপস

বিজনেসের শুরুতে প্রাথমিক কিছু সেল হয়ে যায়, এরপর দেখা যায় সেল আর বাড়ছেনা, এমনকি হয়ত সেল আরও কমে যাচ্ছে। আপনার মন্থর গতির সেলকে কমপক্ষে দ্বিগুন- তিনগুন বৃদ্ধির জন্য এমন কিছু সিক্রেট টিপস বইটাতে যুক্ত করেছি, যা সম্পূর্ণ অব্যর্থ তীর হিসেবে কাজ করবে। এই সিক্রেট টিপসগুলো শুধুমাত্র বইটি পড়লেই জানতে পারবেন।

৯ম ধাপ: ব্যাংক লোন

ক্ষুদ্র উদ্যোক্তাদের সাপোর্ট করার জন্য বিভিন্ন ব্যাংক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান খুব সহজ শর্তে লোন দেওয়ার জন্য বসে আছে। কিন্তু আমি হলফ করে বলতে পারি ৯৫% উদ্যোক্তারা সেই সব উপায়গুলো জানেন না। এ বইয়ে এ সম্পর্কিত বিস্তারিত সবগুলো রাস্তা দেখিয়ে দিয়েছি, যা পড়লে বিজনেসকে বড় করার জন্য টাকার অভাবে আর পড়তে হবে না।

১০ম ধাপ: ক্ষুদ্র উদ্যোগকে বড় উদ্যোগে রুপান্তর

অসাধারণ একটি অধ্যায় এটি। আপনার ক্ষুদ্র উদ্যোগকে কিভাবে বড় উদ্যোগে রুপান্তর করবেন, কোন স্তরে আপনার কাযক্রম কি থাকতে হবে। সব সহ বিস্তারিত এ বইটাতে যুক্ত করেছি। এবারতো বইটা না পড়ে থাকতে পারবেন না, তাইতো!!!

উদ্যোক্তাপিডিয়া, স্বপ্নপূরনের সিড়ি

এতক্ষন যে বইটার কথা বলছি, এবার সেই বইটি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। ২০২২ এর একুশে বইমেলাতে  উদ্যোক্তাদের জন্য আমার লেখা বই প্রকাশিত হতে যাচ্ছে। এ বইটা পড়লে উপরের সব গুলো বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এ বইটাতে কিনতে অর্থ ব্যয় করলে এটা হবে আপনার এ বছরের সেরা বিনিয়োগ।

বই: উদ্যোক্তপিডিয়া, স্বপ্নপূরনের সিড়ি

লেখক: মোঃ ইকরাম

প্রকাশক: তাম্রলিপি

অনলাইন অর্ডার লিংক: https://cutt.ly/VIjUX0C

অর্ডার করতে সমস্যা হলে আমার ফেসবুক পেইজের ইনবক্সে নক করুন: Facebook

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *