একটা ভালো বিজনেসের জন্য বিজনেস পেইজে কতটা লাইক থাকা জরুরী?
ইনবক্সের এ প্রশ্নটা পেয়েছি, উত্তরটা সবার সাথে শেয়ার করছি।
এ উত্তরটার জন্য দুটো পয়েন্ট বলি:
পয়েন্ট-১: আপনার পেইজে কত লাইক আছে , কিংবা কার গ্রপে কত মেম্বার আছে বা গ্রপ মেম্বার বাড়াতে পেরেশানী থাকি। কিন্তু বিজনেস গ্রোথের জন্য জরুরী কাজটাই করিনা আমরা। গ্রপ বা পেইজের কত পারসেন্ট মানুষ সেই পেইজের বা গ্রপের পোস্টকে পছন্দ করছে, ক্লিক করে দেখছে, সেটা নিয়ে পেরেশানীটা সবচাইতে সবচাইতে বেশি জরুরী। ধরেন, আপনার পেইজের মেম্বার ২০০০ ছিলো, সে সময় পোস্ট দেখতো ২০জন, পেইজের মেম্বার ১০,০০০ হলো, তখন পোস্ট দেখছে ৩০জন। তার মানে মেম্বার বাড়াতে আপনি যতটা মনোযোগী, কিন্তু সেই মেম্বারদের অ্যাংগেজ করতে ততটা মনোযোগী না। কিংবা একটা নির্দিষ্ট ক্যাটাগরীর মেম্বারদের অ্যাংগেজ করতেই আপনার সব অ্যাক্টিভিটিস। বাকিদেরকে পেইজে বা গ্রপে যুক্ত করেছেন, কিন্তু তাদেরকে অ্যাংগেজ করার ব্যাপারে অ্যাক্টিভিটি নাই। এটার ফলাফল হয়, একটা পযায়ে আপনার পেইজের বা গ্রপে পোস্টগুলোর রিচ কমে যায়।
পয়েন্ট-২: পেইজের যেভাবে খুব বেশি ইনভাইট দিয়ে কিংবা প্রেসার ক্রিয়েট করে লাইক দেওয়া, কিংবা গ্রপগুলোতে সবাইকে জোর করে মেম্বার যুক্ত করার চেষ্টা করা হয়, সেই কাজগুলোকে ফেসবুক এখন কমিউনিটি স্ট্যান্ডার্ড বিরোধী হিসেবে কাউন্ট করে, শাস্তি হিসেবে পোস্টের রিচ কমিয়ে দেয়, সর্বোচ্চ শাস্তি হিসেবে ব্লক করে দেয়। কথা বিশ্বাস হচ্ছেনাতো, স্ক্রীনশটটা দেখেন, যা ফেসবুকে নিজেদের হেল্প সেকশন থেকে নেওয়া।
২নং পয়েন্টে বলেছে: এমন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, কিংবা গ্রপে যুক্ত করতে ইনভাইটেশন দিলেন কিংবা পেইজের জন্য ইনভাইটেশন দিলেন, যেই ইনভাইটেশনকে সেই ইনভাইট পাওয়া ব্যক্তিটি ওয়েলকাম করেনি, তাহলেই ফেসবুকের কাছ শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছেন।
তাহলে কিভাবে পেইজের বা গ্রপের মেম্বার বাড়াবেন, তাইতো?
পেইজে বা গ্রপে যাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, তাদের অ্যাংগেজমেন্ট হওয়ার চিন্তা করে করে সব অ্যাক্টিভিটি পরিকল্পনা করুন। মেম্বার বাড়বে, তাদের রিকমেন্ডেশনের মাধ্যমে। সেই রকম অ্যাংগেজমেন্ট দেখা শুরু করলে , মাঝে মাঝে ইনভাইট করে, দাওয়াত দিয়ে মানুষ বাড়াতে পারবেন।
আরও পড়ুন:
ফেসবুক রিচ বাড়াতে মার্ক জুকারবার্গের ৭টি পরামর্শ: https://growwithekram.com/advice-from-mark-zukerburg/
ফেসবুকে কনটেন্ট বিষয়ে নীল প্যাটেলের ৪টি পরামর্শ: https://growwithekram.com/advice-from-neil-patel/
এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবো, যে পেইজের বা গ্রপের পোস্টগুলো সবার জন্য ভালো হচ্ছে তো?
নিরপেক্ষভাবে এটার বোঝার জন্য একটু নিরপেক্ষভাবে ব্রেইনকে কাজে লাগালেই হবে। এ কথাগুলো বললে সহজেই বুঝবেন। উদ্যোক্তা গ্রপ। মেম্বার যুক্ত করার সময় কোন ধরনের উদ্যোগ নাই, এরকম সাধারন মানুষকেও গ্রপে যুক্ত করে গ্রপ মেম্বার বাড়িয়েছেন। কিন্তু আড্ডা, গল্প, মিটআপগুলো এমনভাবে সাজাচ্ছেন, যেখানে উদ্যোক্তা ছাড়া কেউ গেলে নিজেদের অবাঞ্চিতবোধ করবে, তাহলে সেই গ্রপে উদ্যোক্তা ছাড়া কেউ খুব বেশি পোস্টে অ্যাংগেজ হবেনা। আর সেটাই ঘটে উদ্যোক্তা গ্রপগুলোতে। উদ্যোক্তারা নিজেরাই নিজেদের পোস্টে খুব ভালো হইছে, আপু আপনাকে ভালো লাগছে, এগুলো কমেন্ট করে ভরিয়ে দেয়। কিন্তু যারা উদ্যোক্তা না, তারা যে কোন কমেন্ট করছেনা, সেটা দেখেও তাদের নিয়ে কিংবা তাদের জন্য ইন্টারেস্টেড হওয়ার মত আয়োজন নিয়ে ভাবনাটাই একদমই কম থাকে।
বিষয়টা এরকম যে, নির্বাচনের আগে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছে, পায়ে ধরছে, ভোটের শেষে নির্বাচিত হলে সেই ভোটারদেরকেই লিডাররা আর কোন পাত্তা দেয়না। তখন লিডারদের আয়োজন থাকে দলীয় ছোটবড় নেতাদের জন্য। একই ঘটনা ফেসবুক গ্রপ বা পেইজে ঘটলেই সবার ভিতর হতাশার জন্ম নেয়, তখনই পোস্টে রিচ কমা শুরু করে।
ফেসবুক কি কি করলে আপনার পোস্টের রিচ কমিয়ে দেয়, সেটি দেখুন, ফেসবুকের নিজেদের ব্লগ থেকে। এটা অবশ্যই অবশ্যই সবার পড়া উচিত, তাহলে দেখবেন, প্রতিদিন এত এত কিছু পোস্টে নিয়মিত লিখছেন, যার কারনে ফেসবুকে রিচ কমে যাচ্ছে।
https://www.facebook.com/business/learn/lessons/tips-improve-facebook-distribution
আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, কিংবা হতে আগ্রহী হোন, তাহলে এ ১০টি বিষয়ে আপনার যথেষ্ট নলেজ থাকা জরুরী।
বিস্তারিত লিংক: https://growwithekram.com/to-become-entrepreneur/