বিশ্বের সেরা মার্কেটার Neil Patel ফেসবুকে যারা বিজনেস করছেন, তাদের জন্য ফেসবুক মার্কেটিং সম্পর্কে যে পরামর্শ দিচ্ছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ, তার এ পরামর্শ নিয়েই আজকের লেখা। সবার গুরুত্ব দিয়ে পড়া উচিত, এবং প্রচুর শেয়ার করা উচিত।নীল পাতিলকে অনেকে হয়ত চিনেন, তারপরও যারা চিনেন না, তাদের জন্য পোস্টের শেষে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো।
আপনার ফেসবুক অ্যাক্টিভিটিসের ২০% হওয়া উচিত সেল পোস্ট। বাকি ৮০% হবে সম্পূর্ণ সোশ্যাল টাইপ পোস্ট।অর্থাৎ নিজেকে খুব বেশি সেলসম্যান না বানিয়ে সোশ্যাল হওয়ার চেষ্টার পরামর্শ দিয়েছেন।
উনি তার পরামর্শে ৪ ধরনের পোস্টের ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
brand story post
authority building post
lead nurture post
personal post
এবার উনার পরামর্শ দেওয়া ৪ ধরনের পোস্টের ব্যাপারে আপনাদের বুঝার সুবিধার্থে একটু ব্যাখ্যা করি। কারন আপনি যদি অনলাইন ভিত্তিক বিজনেস করতে চান, তাহলে এ ৪টি পোস্ট পরামর্শ মেনে কাজ করতেই হবে।
ফেসবুক রিচ বাড়াতে মার্ক জুকারবার্গের ৭টি পরামর্শ পড়ুন এ লিংক হতে: https://growwithekram.com/advice-from-mark-zukerburg/
brand story post: আপনার বিজনেস নিয়ে পোস্ট। যতটা সম্ভব সেলস পোস্টের চাইতে গল্পের মত করে পোস্ট করা উচিত, তাহলে মানুষ বিরক্ত হবেনা, আপনাকে ফলো করবে।
authority building post: খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ এটি। আপনাকে নির্দিষ্ট টপিকসে যাতে সবাই ফলো করে, সেইরকম পজিশনে যাওয়ার মত পোস্ট প্লান থাকতে হবে অবশ্যি। অর্থাৎ হতে পারে, আপনি ”খুদা লাগছে”র ফাইজার মত নিয়মিত ফুড ব্লগিং করে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলতে পারেন, কিংবা হতে পারে প্যারেন্টিং নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন, পোস্ট, ভিডিও সহ বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার আলাদা একটা পরিচয় বানাতে হবে, যাতে সবাই প্যারেন্টিং নিয়ে সমস্যাতে পড়লে আপনাকে সমস্যার সমাধানের জন্য নক দেয়। যেমন, আমি নিজেকে ফেসবুক মার্কেটার হিসেবে একটা পরিচয় দাড় করাইতে বিভিন্ন অ্যাক্টিভিটিস চালাই। সো, সেলস পোস্টের বাহিরে গিয়ে এরকম কিছু করতে হবে। হতে পারে, জামদানী শাড়ির এক্সপার্ট হিসেবে নিজের পরিচয় তৈরি করলেন।
lead nurture post: আপনি বিভিন্ন জায়গা হতে যে লিড কালেক্ট করে আপনারে পেইজে কিংবা প্রোফাইলে স্টোর করলেন, তাদের সাথে সম্পর্ক বাড়াতে কিংবা আপনার বিজনেস পণ্যের প্রয়োজনীয়তা বাড়াতে তাকে আরও কাতুকুতু দিতে পোস্ট করবেন। এটা কিন্তু সেল পোস্ট হবে না। লোভনীয় পোস্ট হবে। হুমম, রিভিউ পোস্ট, পিছনের গল্প পোস্ট, কিংবা ওই প্রোডাক্ট পেলে তার জীবন কিভাবে অনেক সুন্দর হয়ে যেতো, এরকম টাইপ পোস্ট।
personal post: এটাকেও অনেকে ইগনোর করেন। আপনার ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ে পাবলিকলি শেয়ার করবেন, যেগুলো শেয়ারে আপনার কোন সমস্যা হবে না। এটা শেয়ার করলে, আপনার সাথে শুধু সেলসম্যান টাইপ সম্পর্ক না হয়ে, ফেসবুক অডিয়েন্সের সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি টাইপ সম্পর্ক গড়ে উঠে।
নীল প্যাটেলের বলেছেন, এ পরামর্শগুলো না মানলে ফেসবুকে আপনার পেইজকে, কিংবা আপনার ফ্রেন্ডলিস্টের অনেকে কিংবা বিভিন্ন গ্রপে অনেকে আপনাকে আনফলো করে দিবো, তখন আপনার পোস্ট তাদের কাছে যাবেনা, তাই পোস্টে আগে রিচ বেশি, এখন রিচ হচ্ছে না, এ কারনটি ঘটবে।
আপনি যদি অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন, মিলিয়ে নিনতো, এ পরামর্শ কতটুকু মেনে আপনি ফেসবুকে নিজের অ্যাক্টিভিটি পরিচালনা করছেন?আচ্ছা, আপনার তাহলে কি মনে হচ্ছে এখন, ফেসবুক মার্কেটিং বিষয়ে যাদের পরামর্শ মানার চেষ্টা করছেন, তাদের পরামর্শের সাথেতো এই পরামর্শগুলো মিলছে না তাইতো। এখন কনফিউজড, তাহলে কার পরামর্শ শুনবেন? সেটার সিদ্ধান্ত আপনার। আগে নীল প্যাটেলের পরিচয়টা দেখে নিন।
নীল প্যাটেলের পরিচয়:পৃথিবীর সবচাইতে সেরা একজন অনলাইন মার্কেটার। পৃথিবীর অনেক বড় প্রতিষ্টানের মার্কেটিং সাপোর্ট দেওয়া হয়, তার এজেন্সির পক্ষ হতে। এমন কি ফেসবুক, গুগল নিজেরাও তাদের কিছু সার্ভিস নিয়ে থাকেন নীল পাতিলের কাছ থেকে। ফেসবুক, গুগল নিজস্ব অনেক মিটিংয়েও উনি ইনভাইটেড হয়ে থাকেন। গুগলে উনাকে নিয়ে সার্চ করলে উনার ব্যাপারে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন।যাক এ পরামর্শগুলো আমি দিলেই অনেকের অপছন্দ হতেই পারে। তাই পৃথিবীর বিখ্যাত একজন মার্কেটারের পরামর্শ আপনাদের সাথে শেয়ার করলাম।
1 Comment
ভালো বিজনেসের জন্য বিজনেস পেইজে কতটা লাইক থাকা জরুরী? - Ekram
February 17, 2022[…] ফেসবুকে কনটেন্ট বিষয়ে নীল প্যাটেলের ৪টি পরামর্শ: https://growwithekram.com/advice-from-neil-patel/ […]