টিভিতে নাটক দেখতে গিয়ে মাঝে বিজ্ঞাপনের যন্ত্রনাতে বাংলাদেশের চ্যানেল দেখা ছেড়ে দেওয়া লোকটাই যখন ফেসবু্কে এসে উদ্যোক্তা হয়ে নিজেই ব্রান্ডিং টিপস নিয়ে লিখা পোস্টে তার প্রডাক্ট ‘ঘি` এর ছবি ব্যবহার করে পোস্ট করে,’
তখন মাথা হ্যাং হয়ে যায়রে পাগলা,
যে ব্রান্ডিং করতে গিয়ে টিভি চ্যানেল তোমাকে দর্শক হিসেবে হারালো, একই কাজ তুমি অন্য মিডিয়াতে (ফেসবুকে) এসে করছো, আর বলছো, সেটা ব্রান্ডিং হচ্ছে?
এ কেমন বিচার দাদা!!!
হলিউড- বলিউড সিনেমার প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের সিনেমার ম্যাকিং, প্রেজেন্টশন, গ্রাফিকস নিয়ে ইচ্ছামত ধুয়ে দেওয়া ব্যক্তিটি যখন উদ্যোক্তা হওয়ার পর যখন ফেসবুকে নিজের পণ্যের প্রচারণার পোস্ট করতে গিয়ে গ্রাফিকস, প্রেজেন্টেশনের বিষয়ে কোনই মাথাব্যাথা ছাড়াই পোস্ট করে, আবার পোস্টে রিচ নাই বইলা হায় হুতাশ করে,
তখন মাথা হ্যাং হয়ে যায়রে পাগলা,
যেই কারনে আরেকজনকে গালি দিয়া, যাদের সিনেমার কনটেন্ট তুমি দেখা ছেড়ে দিয়ে এসে ফেসবুকে নিজে একই কামডাই করছো, আর বলছো, তোমার কনটেন্ট মানুষ দেখতে বসে আছে??
এ কেমন বিচার দাদা!!!
ফ্রেন্ডলিস্টে থাকা বেডা মানুষ, ইনবক্সে কথা হইলেই কোন কথা নাই, শুধুই প্রেমের প্রস্তাব দেয়, তখন এই প্রস্তাবে বিরক্ত হওয়া সুন্দরি নারীটি উদ্যোক্তা হওয়ার পর যখন নিজেই তার ফ্রেন্ডলিস্টের সব ব্যাডা মানুষ কিন্তু আপুদের কোন কথা নাই, সম্পর্কও না গড়েই প্রোডাক্ট কিনার প্রস্তাব দিয়েই শুধু সেলস পোস্ট দিয়ে যায়,
তখন মাথা হ্যাং হয়ে যায়রে পাগলা,
সম্পর্কে খাতির হওয়া ছাড়াই কেউ একজন অফার দেওয়াতে বিরক্ত হওয়ার ঘটনাটা আপনি বিক্রি করার সময় ভুলে গেলেন, আর আশা করছেন, সেলস বৃদ্ধি হয়ে যাবে??
এ কেমন বিচারগো আন্টি!!!!
—
সঠিক পদ্ধতিতে কনটেন্ট মার্কেটিং করে ব্রান্ডিং করতে হলে মাত্র ১০০০ টাকা খরচ করে Content King কোর্সে ভর্তি হয়ে যান, না হলে উদ্যোক্তা না হয়ে উত্যক্তা হয়ে মাথা হ্যাং করে দিবেন অনেকের।