এ কেমন বিচার গো, দাদা?
টিভিতে নাটক দেখতে গিয়ে মাঝে বিজ্ঞাপনের যন্ত্রনাতে বাংলাদেশের চ্যানেল দেখা ছেড়ে দেওয়া লোকটাই যখন ফেসবু্কে এসে উদ্যোক্তা হয়ে নিজেই ব্রান্ডিং টিপস নিয়ে লিখা পোস্টে তার প্রডাক্ট ‘ঘি` এর ছবি ব্যবহার করে পোস্ট করে,’তখন মাথা হ্যাং হয়ে যায়রে পাগলা,যে ব্রান্ডিং করতে গিয়ে টিভি চ্যানেল তোমাকে দর্শক হিসেবে হারালো, একই কাজ তুমি অন্য মিডিয়াতে (ফেসবুকে) এসে করছো, […]